বড়লেখা প্রতিনিধি, মোঃ হিফজুর রহমান : বড়লেখায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বড়লেখা সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক আব্দুস সবুর, প্রভাষক শফিউল আলম খোরশেদ আলম, সাব্বির আহমদ স্যার, বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল শাহরিয়ার, কলেজ ছাত্রদল নেতা সালাহ উদ্দিন শুভ, হাসান মোহাম্মদ শাহিন, সানোয়ার হোসেন তানভির, তারেক আহমদ, রাশেদ আহমদ, মারওয়ান বিন রহমান, ফয়সল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।